বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষক নেতারা তাদের চলমান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগও এ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। আজ (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়িভাড়া কার্যকর হবে এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে তা বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে।
সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষক নেতারা জানিয়েছেন, তারা আপাতত কর্মসূচি স্থগিত রাখছেন, তবে দাবি পূরণের পূর্ণ বাস্তবায়ন না হলে আবারও কর্মসূচিতে ফিরবেন।
এর আগে ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে অবস্থান, মিছিল ও সড়ক অবরোধসহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।
একুশে সংবাদ/এ.জে