রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মৃতদেহ শনাক্তের পর দ্রুত স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। শনাক্ত না হওয়া লাশগুলো কিছুদিন সংরক্ষণের পর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আগুনে পুড়ে আসা লাশগুলো এমন অবস্থায় আছে যে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত ১৬টি লাশ পেয়েছি—এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ১০ জনের স্বজন লাশ শনাক্তের দাবি করেছেন। তবে জেলা প্রশাসন ও পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত লাশ হস্তান্তর করা হবে না।”
তিনি আরও বলেন, “প্রতিটি মৃতদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। যারা শনাক্ত দাবি করছেন, যাচাই-বাছাই শেষে তাদের কাছেই লাশ হস্তান্তর করা হবে। যেসব লাশের কোনো দাবি পাওয়া যাবে না, সেগুলো কয়েকদিন রাখা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।”
ঢামেক পরিচালক জানান, মিরপুর থানা পুলিশ, জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে বিষয়টি তদারকি করছে। “আমরা চেষ্টা করছি যেন যারা দাবি করেছেন, তাদের দ্রুতই লাশগুলো হস্তান্তর করা যায়,” বলেন তিনি।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকার ৩ নম্বর সড়কে অবস্থিত একটি পোশাক কারখানা ও বিপরীতে থাকা রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একুশে সংবাদ // র.ন