রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে ৬-৭ ধরনের দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কর্মীরা ভবন থেকে বের হতে বা ছাদে উঠতে পারেননি, ফলে অধিকাংশের মৃত্যু হয়েছে।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। সংবাদ পাওয়ার ১৬ মিনিট পর, সকাল ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গার্মেন্টস ভবনে বিস্ফোরণের পর পাশের কেমিক্যাল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, স্বেচ্ছাসেবক এবং আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করা হবে।
একুশে সংবাদ//র.ন