AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০২:১৬ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

বাউফলে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।

ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি। জানা গেছে, জয়পুরহাটের মো. রাকিব মিয়া ও তার স্ত্রী রাজশাহীর জান্নাতুল ফেরদৌস তিন বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন। ২০২৪ ও ২০২৫ সালে তারা বিএমডিসি সনদপ্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয় যুবক রাব্বির সহায়তায় তারা উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সির পুল এলাকায় এশিয়া ডিজিটাল আই সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খোলেন। সেখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে অপারেশনের সেবা দেওয়ার কথা বলা হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, "আমি ঢাকার যাত্রাবাড়ীর এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাউফলের এই কেন্দ্রটি সেই হাসপাতালের অধীনে পরিচালিত হচ্ছে।" তবে তিনি কোনো নিয়োগপত্র বা অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, "এমবিবিএস চিকিৎসক ছাড়া কোনো চক্ষু চিকিৎসা কেন্দ্র চালানোর অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!