AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাল আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাল আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদের সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে আগামীকাল রবিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর একই স্থানে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে তৃতীয় ধাপের আলোচনায় অংশ নেয় কমিশন। সংলাপের ধারাবাহিকতায় এবার দলগুলোর অবস্থান আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে দুটি বিকল্প প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
প্রথম প্রস্তাবে রয়েছে— সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণ এবং গণভোট আয়োজন।
দ্বিতীয় বিকল্পে বলা হয়েছে— জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে একটি গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা গঠন, যেখানে নির্বাচিত সংসদ সদস্যরাই সনদের সাংবিধানিক বিষয়গুলোর নিষ্পত্তি করবেন।

বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায়, কমিশনের কার্যকাল ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রথম পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য অর্জিত হয়, দ্বিতীয় পর্যায়ে আরও ২০টি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে। এখন পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোট কমিশনের কাছে লিখিত মতামত জমা দিয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে মোট ৪৪টি সংলাপ করে, যার কিছু ছিল একাধিক দফায় অনুষ্ঠিত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!