AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিশ্ব শিক্ষক দিবস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫২ এএম, ৫ অক্টোবর, ২০২৫

আজ বিশ্ব শিক্ষক দিবস

একটি জাতির অগ্রগতিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড নির্মাণের গুরুদায়িত্ব পালন করেন শিক্ষকরা। তারা শুধু জ্ঞানই দেন না— নীতি, মূল্যবোধ ও জীবনের দিকনির্দেশনাও শেখান। তাই শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আজ সেই মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

আজ ৫ অক্টোবর, পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে দিবসটি পালনের উদ্যোগ নেয়। শিক্ষকদের সম্মান সংরক্ষণ এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই দিবস উদযাপিত হয়ে আসছে।

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে প্রতিবছরই এই দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে সরকারিভাবেও দিবসটি দেশে পালন করা হচ্ছে।

১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৪ সালে প্রথমবার পালনের পর ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বের দেশগুলোতে দিবসটি পালিত হচ্ছে। ইউনেস্কোর অনুমোদনে প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে দিবসটি পালন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!