শেরপুরের নালিতাবাড়ীতে `স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদে যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও ডাব্লিউবিডি ট্রাস্ট।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ারুল কবির।
এসময় বাঘবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হযরত আলী, জয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তামাকের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। তৃণমূল পর্যায়ে তামাক দ্রব্য নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের অংশগ্রহণ নিশ্চিত করতে বরাদ্দ রাখার প্রস্তাবনাও সভায় উপস্থাপন করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

