ঢাকায় বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিনের শুরুতেই খেলার গতি থমকে যায় ভূমিকম্পে। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ধাক্কায় ম্যাচ প্রায় ৩ মিনিটের জন্য বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হতেই আয়ারল্যান্ড দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। তবুও সেশন শেষে নিজেদের খানিকটা সামলে নিতে সক্ষম হয় সফরকারীরা।
প্রথম সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১। ফলে এখনও বাংলাদেশ থেকে ২৬৫ রানে পিছিয়ে রয়েছে দলটি। টাকার ৫৬* এবং নিল ২৪* রানে অপরাজিত থেকে লাঞ্চে যান।
দিনের শুরুতে টাকার ও ডোহেনি মিলে দলকে ভালোই এগিয়ে নেন। দ্বিতীয় দিনের অবিচ্ছিন্ন এই জুটি ৮১ রান যোগ করেন। তবে ৭৭ বলে ৪৬ করা স্টিফেন ডোহেনিকে বোল্ড করে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। একই ওভারে শূন্য রানে সাজঘরে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকেও।
দুটি দ্রুত আঘাতের পরে আইরিশদের ইনিংস দ্রুত গুটিয়ে যেতে পারে—এমন আশঙ্কা ছিল। তবে টাকার ও জর্ডান নিল দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যান এবং প্রথম সেশন আর কোনো ক্ষতি হতে দেননি। এ সময়ে টাকার তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি।
লাঞ্চ পর্যন্ত টাকার–নিল জুটি ৩৬ রান যোগ করেন। সেশনে আয়ারল্যান্ড তোলে ১১৩ রান। বাংলাদেশের পক্ষে তাইজুল নিয়েছেন ৩ উইকেট, আর হাসান মুরাদ শিকার করেছেন ২ উইকেট।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

