AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় অটোভ্যানে করে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি অটোভ্যানে করে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা পূজামণ্ডপে যান। এরপর নিজের গাড়িতে করে বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপ কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, “বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। তারা পূজামণ্ডপে এসে অপকর্ম চালাতে চাইলে তা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে।”

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সকল অপকর্ম—চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি—বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র এখনো রয়ে গেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুরাদুর রহমান, আব্দুর মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!