আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়মিত পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত করতে যাচ্ছে। নতুন এ তালিকায় থাকছে—চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে টিসিবির উপকারভোগী বাছাই ও কার্ড সক্রিয়করণ বিষয়ক এক বৈঠকে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা করতে সরকার প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। টিসিবির মাধ্যমে নতুন পাঁচটি পণ্য দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্প দামে পৌঁছালে তাদের স্বস্তি বাড়বে, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে।
উপদেষ্টা আরও জানান, টিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে। তার ভাষায়, “প্রকৃত সুবিধাভোগীর হাতে যেন স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে, সেটাই সরকারের লক্ষ্য। কার্ডের সুবিধা পাবে কেবল দরিদ্র ও অসহায় পরিবার।”
সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির মোট সক্রিয় স্মার্ট কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬। সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড। আগামী এক মাসের মধ্যে সারা দেশে কার্ড বাছাই ও সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

