AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহত শহিদ জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহত শহিদ  জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণের দায়িত্ব পালনকালে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ খন্দকার জান্নাতুল নাঈমকে আজ সারিবদ্ধ শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

জানাজার আগে শহিদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে শহিদ ইন্সপেক্টরের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। শ্বশুর আবেগঘন কণ্ঠে সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়ার আবেদন জানান। জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

অগ্নিকাণ্ডে আত্মত্যাগী শহিদ খন্দকার জান্নাতুল নাঈমকে শেষবারের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান সহকর্মীরা। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা গ্রামে পৌঁছে তাকে নিজ মাটির বুকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!