প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা জানিয়েছেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পরই নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার ঘোষণায় বলা হয়, জাতীয় নির্বাচনের দিনই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে গণভোট আয়োজন করা হতে পারে। এ বিষয়ে ইসির মতামত জানতে চাইলে সিইসি বলেন, “আমি সংলাপে ব্যস্ত ছিলাম, বক্তব্যটি সরাসরি শুনিনি। ঠিক কীভাবে বা কোন প্রেক্ষিতে বলা হয়েছে, তা জানি না।”
তিনি আরও বলেন, “বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে কমিশন তা পর্যালোচনা করবে, আলোচনার মাধ্যমে মতামত দেবে। এখনই মন্তব্য করা যথার্থ হবে না, কারণ আমি পুরো বক্তব্য শুনিনি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

