রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। মোট ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার লক্ষ্যে বিজিবির এই অতিরিক্ত বাহিনী দায়িত্ব পালন করছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

