AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবপুরের মাটি ও মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করেছি : মনজুর এলাহী


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৬:৩৩ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

শিবপুরের মাটি ও মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করেছি : মনজুর এলাহী

নরসিংদী-৩ শিবপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, “শিবপুরের মাটি ও মানুষের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। যতদিন বেঁচে আছি, শিবপুরে মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও উল্লেখ করেন, আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, এ দিন আওয়ামী লীগ দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং যে কোনো ধরনের সহিংসতায় লিপ্ত হতে পারে। এ বিষয়ে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় মনজুর এলাহী এসব কথা বলেন।

মনজুর এলাহী বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছি। শিবপুরে আমাদের বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছিল, এক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছিল। বিপদের সময় আমি আপনাদের পাশে ছিলাম এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া নেতাকর্মীদের সাহায্য করেছি—আর্থিকসহ সকল প্রকার সহযোগিতা দিয়ে। শিবপুরের আজকের এই জনসভা একটি মহাসমুদ্রে পরিণত হয়েছে।”

জনসভায় শিবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার শিবপুর আসন থেকে মনজুর এলাহীকে মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি তোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।

সভায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পরে একটি বিশাল র‌্যালী শিবপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!