AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায়  আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে উন্মুক্ত, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি আবারও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অনিয়মিত অভিবাসন রোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক সহযোগিতা—এসব বিষয় নিয়ে ব্রিটিশ প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন।

ড. ইউনূস বলেন, নির্বাচন সময়সূচি অনুযায়ীই ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ব্যাপক ভোটার উপস্থিতির প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সাজানো তিনটি নির্বাচনে যে তরুণরা ভোট দিতে পারেনি, এবার সেই লাখো প্রথমবারের ভোটার ব্যালটের মাধ্যমে

বৈঠকে ঢাকা–লন্ডন বাণিজ্য ও সহযোগিতা আরও দৃঢ় করার সম্ভাবনা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরভিত্তিক গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক গবেষণা জাহাজ বাংলাদেশ ক্রয় করছে।

ব্রিটিশ প্রতিমন্ত্রী চ্যাপম্যান বলেন, দুই দেশের বিমান পরিবহন খাতে সম্পর্ক আরও শক্ত হতে পারে। তিনি উল্লেখ করেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের শীর্ষ কর্মকর্তা শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!