AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকের দুর্গম ভূয়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে উৎসবমুখর ফুটবল ম্যাচ



সাজেকের দুর্গম ভূয়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে উৎসবমুখর ফুটবল ম্যাচ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর ও প্রাণবন্ত বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পূর্ব ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাহাড়ি তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইতিবাচক সমাজ গঠন—এই লক্ষ্য সামনে রেখে আয়োজন করা হয় এ ফুটবল ম্যাচের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান। তাঁর উপস্থিতিতে স্থানীয় দুই দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ম্যাচে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। খেলা ঘিরে পুরো মাঠজুড়ে জমে ওঠে উৎসবের আমেজ। স্থানীয় দর্শকরাও উচ্ছ্বাস ও সমর্থন দিয়ে খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করেন।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, পাহাড়ি যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে সেনাবাহিনী সবসময় ক্রীড়াবান্ধব ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের বিপথগামী হওয়া রোধ এবং সামাজিক সম্প্রীতি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে উপহার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও ছবি তোলার অনুষ্ঠান।

সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাহাড়ি অঞ্চলে সামাজিক শান্তি, তরুণদের যোগ্যতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!