বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে কোনো শক্তিই আর বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থান বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের নতুন পথ উন্মোচন করেছে।
প্রধান উপদেষ্টা জানান, সংস্কারের জন্য নির্বাহী আদেশ নয়, বরং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ বেছে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন ও ৩০টিরও বেশি রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছে। এর ফলে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার কার্যক্রম বাধাহীনভাবে চলবে।
তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে