বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। ড. ইউনূস বলেন, “গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। আমরা তা ফেরত আনার নিরলস চেষ্টা করছি। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর সদিচ্ছা ছাড়া এ প্রচেষ্টা সফল হবে না।”
তিনি আহ্বান জানান, পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলো যেন অপরাধে শরিক না হয় এবং এ অর্থ কৃষক, শ্রমিক ও করদাতাদের কাছে ফিরিয়ে দেয়। এ সময় তিনি কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করার প্রস্তাব দেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, গণআন্দোলনের ত্যাগ, গত বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’ এবং বর্তমান সংস্কার প্রক্রিয়ার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব ঘটবে না।”
উল্লেখ্য, ড. ইউনূসের সফরসঙ্গী দলে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা রয়েছেন। প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ২ অক্টোবর।
একুশে সংবাদ/এ.জে