শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফে ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল আজ থেকে শুরু হয়েছে। মাহফিলের উদ্বোধন করেন পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। তিনি জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করেন।
তিনদিনব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরীব পীর ছাহেব গুরুত্বপূর্ণ তা’লীম প্রদান করবেন। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষকেরা বিষয়ভিত্তিক আলোচনা করবেন।
মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর রোজ সোমবার বাদ জোহর। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পীর ভাই, মুহিব্বীন ও ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিল ময়দানে পৌঁছেছেন। দেশব্যাপী রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার ও ট্রাকের মাধ্যমে অংশগ্রহণকারীরা আসার পথে রয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

