প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অনুরোধ যাচাই করা হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেছেন, ‘ঢাকার কসাই’ কামালকে খুব শিগগিরই বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শফিকুল আলম লিখেছেন, “শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই মাসের গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচারব্যবস্থার সামনে আনা হবে বলে আমি গভীরভাবে নিশ্চিত। ভারত ইতিমধ্যেই আমাদের অনুরোধ খতিয়ে দেখছে।”
তিনি আরও উল্লেখ করেন, “কামাল বা অন্যান্য আ.লীগের নেতারা যত টাকা খরচ করুক না কেন, পালানো জবাবদিহিতা চিরকাল থাকবে না। যদি জাতি হিসেবে আমরা জুলাই মাসের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার শাসনকালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচারের ওপর মনোযোগী থাকি, তবে এর পরিণতি থেকে বাঁচা দায়ীদের জন্য আরও কঠিন হয়ে পড়বে।”
শফিকুল আলম বলেন, কামালের বিরুদ্ধে অভিযোগ ও জুলাই মাসের গণহত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার কার্যক্রমের গুরুত্ব বিশ্বমঞ্চে প্রকাশ পাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

