লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) ও নাজমুল হাসান (২৩) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় খলিফার দরজা–কাটাখালি এলাকায় ব্রিকফিল্ড সংলগ্ন সড়কে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বন্ধের দিনে ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি সিএনজির সঙ্গে সংঘর্ষে পড়ে। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত নাজমুল হাসানকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে এবং পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহতরা রামগঞ্জের নওগাঁ ইউনিয়নের উদরপুর গ্রামের বাসিন্দা। রামগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, দুইজনের লাশ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিএনজি চালক দুর্ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

