ঢাকা মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে পূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ আশ্বাস দেন।
কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পূর্বের ন্যায় এ বছরও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় দেশের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ পূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এ বছর রাজধানীর ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, পাশাপাশি আলাদা ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। অপরদিকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্যের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা ডিএমপির গৃহীত পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির সিটিটিসি, ডিবি, লজিস্টিকস ও ট্রাফিক বিভাগসহ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

