রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করেছে। পাশাপাশি পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে বস্তির শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ি হারানো মানুষজন আশপাশের রাস্তা ও টিএন্ডটি মাঠে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ সামান্য মূল্যবান জিনিসপত্র বের করতে পারলেও বেশিরভাগ পরিবার কিছুই রক্ষা করতে পারেননি।
ফায়ার সার্ভিস মহাখালী অংশ থেকে বনানীর দিকে অগ্রসর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে বনানী অংশে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার ফাইটাররা আগুনকে একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন।
বস্তিবাসীরা অভিযোগ করে বলেন,“আমরা বারবার হেলিকপ্টার চাইছি, কিন্তু পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে? আন্দোলনের সময় তো হেলিকপ্টার পাওয়া যায়!”
এর আগেও কয়েকবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কড়াইল বস্তি।
২২ ফেব্রুয়ারি রাতে লাগা আগুনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে এবং ৬১টি ঘর পুড়ে যায়।এর দুই মাস আগে, ১৮ ডিসেম্বর ২০২৪ সালেও বড় অগ্নিকাণ্ড ঘটে বস্তিটিতে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

