আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রয়োজনীয় সরঞ্জামের প্রায় ৭০ শতাংশ কেনাকাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগসহ বেশিরভাগ সামগ্রী ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, প্রায় ১০ ধরনের সামগ্রী ও কিছু স্থানীয় ক্রয় প্রক্রিয়া এখনও চলছে। সেপ্টেম্বরের মধ্যেই বাকি সরঞ্জাম হাতে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আখতার আহমেদ বলেন, “নির্বাচন সামগ্রী নিয়ে কোনো ধরনের ঘাটতি বা জটিলতা হবে না। সাপ্লাই চেইন স্থিতিশীল আছে। সেপ্টেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সব সরঞ্জাম আমরা হাতে পাব। ফলে নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতির অংশ হিসেবে সরঞ্জাম সংক্রান্ত কাজ সম্পূর্ণ নিশ্চিত হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে