AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৮ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রথমে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও তিনটি গাড়িতে। একের পর এক বিস্ফোরণে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দ্রুতই দিল্লি পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রাজধানীজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নাশকতার আশঙ্কায় মুম্বাই, চেন্নাই ও কলকাতাসহ অন্যান্য বড় শহরেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরেনসিক টিমের পাশাপাশি এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!