লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আটক অবস্থায় থাকা ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের দেশে পাঠানো হয়। প্রত্যাবাসিতরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এরই অংশ হিসেবে সর্বশেষ এই দলটিকে ফেরত পাঠানো হলো।
তথ্য অনুযায়ী, লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের UZ222 ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় দূতাবাসের প্রতিনিধি দল অংশ নেয় এবং রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নিজে বিদায় জানান। তিনি প্রত্যাবর্তনকারীদের অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার ফলে শুধু ব্যক্তিই নয়, পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

