বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার নেতৃত্বে ইইউ প্রতিনিধিদল বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ বৈঠকে অংশ নেয়।
আলোচনায় উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ-ইইউ সম্পর্কের অংশ হিসেবে সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ইউরোপীয় সহায়তায় দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের উচ্চ প্রশংসা করেন।
একুশে সংবাদ/এ.জে