AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩ দিনে রেমিট্যান্স ১৫ হাজার ৯৩১ কোটি টাকা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

১৩ দিনে রেমিট্যান্স ১৫ হাজার ৯৩১ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৩০ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৯৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,বেসরকারি ব্যাংক: ৯৬ কোটি ৮৭ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ২১ কোটি ৪৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক: ১২ কোটি ডলার, বিদেশি ব্যাংকের শাখা: ২৭ লাখ ডলার ।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৩৩ কোটি ৩৫ লাখ ডলার। এরপর কৃষি ব্যাংক (১২ কোটি ডলার), ব্র্যাক ব্যাংক (১০ কোটি ৫০ লাখ ডলার), জনতা ব্যাংক (৯ কোটি ৬৩ লাখ ডলার), ট্রাস্ট ব্যাংক (৯ কোটি ২৩ লাখ ডলার) এবং অগ্রণী ব্যাংক (৬ কোটি ১৯ লাখ ডলার)।

প্রথম ১৩ দিনে দেশি-বিদেশি ১০টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি চার ব্যাংক—হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!