AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৬ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর তথ্যে জানা যায়, ভূমিকম্পটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের উদলগুরি জেলার ঢেকিয়াজুলিকে কেন্দ্র করে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় কেন্দ্রস্থলে কম্পন ছিল তুলনামূলক তীব্র। ভূমিকম্পটি বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, জার্মানির ভূ-গবেষণা প্রতিষ্ঠান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭১। উৎপত্তিস্থল ছিল একই গভীরতায়—প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আসামের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানায়, তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। এক বাসিন্দার ভাষায়, “মনে হচ্ছিল কম্পন থামছেই না।”

আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল এক্সে দেওয়া পোস্টে লেখেন, “রাজ্যে বড় ধরনের ভূমিকম্প হয়েছে, সবার নিরাপত্তা কামনা করছি।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!