গণভোট আয়োজনের বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা—এ কথা জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এখন চরমে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং খুব শিগগিরই তা জানানো হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ২৭০ দিনের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের যে চিত্র ফুটে উঠেছে, তা হতাশাজনক। এই বিরোধের মধ্যেও সমঝোতা দলিল পাশ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এখন যদি তারা সরকারকে তাদের দলীয় অবস্থান গ্রহণে চাপ দেয়, তবে তা স্পষ্ট করে যে ঐকমত্য আসেনি। তারা মূলত সরকারকেই নিজেদের পক্ষ নেওয়ার আহ্বান জানাচ্ছে।”
জুলাই সনদ নিয়ে দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, “এই অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”
এর আগে জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ জমা দেয়। সেখানে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়।
তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যদিকে বিএনপির অবস্থান—গণভোট কেবল নির্বাচনের দিনই হতে পারে; এর বাইরে কোনো বিকল্প নেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

