সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই ট্রফি হারিয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ টি-২০ ম্যাচে এখন লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। আজ টসে ভাগ্য সহায় হলো স্বাগতিকদের—লিটন দাস টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন শামীম হোসেন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।
আজও বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটকিপার), শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ (সি), আমির জাঙ্গু (ডব্লিউ), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, আকিল হোসেইন, খারি পিয়েরে ।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
