নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই প্রতীক নয়, ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থানে আছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চাই। আগে ইসি বলেছিল শাপলা অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কিন্তু যেহেতু এখন ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে, চাইলে ‘শাপলা’ও করা যায়। আমরা কলি নয়, শাপলা প্রতীকেই অনড়।”
এর আগে দিনটিতে ইসি ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’-এর সংশোধনী জারি করে নতুন প্রতীক ‘শাপলা কলি’ তালিকাভুক্ত করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
গত ২৭ অক্টোবর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বর্তমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব নয়। তবে কমিশন নতুন প্রতীক বিবেচনা করবে এবং পরে প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা এনসিপি শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবিতে অনড় রয়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

