AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘শাপলা ও শাপলা কলি এক নয়, কাউকে খুশি করতে যুক্ত করা হয়নি’: ইসি সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৯ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

‘শাপলা ও শাপলা কলি এক নয়, কাউকে খুশি করতে যুক্ত করা হয়নি’: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ এক নয়; দুটি প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি দাবি করেছেন, কারও চাপ বা দাবির কারণে নয়, কমিশনের নিজস্ব বিবেচনায় ‘শাপলা কলি’ প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, “নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ রাখা হয়েছে কমিশনের সিদ্ধান্তে। এটা কোনো রাজনৈতিক দলের দাবির ফল নয়। কমিশন মনে করেছে, সংশোধন করা দরকার — সেই বিবেচনাতেই এটি যুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দল এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়েছিল, কিন্তু ‘শাপলা’ ও ‘শাপলা কলি’র মধ্যে পার্থক্য আছে। এটি কারও চাপের কারণে নয়, কমিশনের বিবেচনায় যুক্ত করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন নতুন করে তালিকা পর্যালোচনা করেছে।”

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মহাপরিচালক ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!