AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের কারণে যে সব ব্যক্তি বা গোষ্ঠী সড়ক অবরোধ করছেন, তাদের বিরুদ্ধে কোন নমনীয়তা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, রাস্তা অবরোধের কোনো অধিকার কারও নেই এবং তারা সাধারণ জনজীবনকে আটকে রেখেছে — এটি সহ্য করা হবে না। তারা আজকের মধ্যেই যদি অবরোধ তুলে না নেয়, আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তক্ষেপ করতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ের সম্মেলনকক্ষ থেকে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক দুটি নির্বাচন ও পুলিশ প্রশিক্ষণসহ আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ছিনতাই-চুরি ও সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোও আলোচ্য ছিল। বৈঠকে ফরিদপুরে সীমানা নির্ধারণ নিয়ে সৃষ্টি উত্তেজনার বিষয়টিও তোলা হয়।

উপদেষ্টা ঘটনার পটভূমি ব্যাখ্যা করে বলেন, ফরিদপুরের দুই ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল তা বদলে ভিন্ন আসনে যুক্ত করা হয়েছে — এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেয়ার আগে যুক্তি-তর্ক শোনা হয়েছে এবং তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ থাকলে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় দাবি জানানো উচিত ছিল; জনদুর্ভোগ সৃষ্টির মাধ্যমে বিষয় সমাধান করা গ্রহণযোগ্য নয়।

তিনি যোগ করেন, দুই ইউনিয়নবাসীর কারণে বহু জেলার জনগণ দারুণ কষ্টে পড়েছে। “এই দুই ইউনিয়নের ভোটার সংখ্যা কী — না জানি; কিন্তু লাখ লাখ মানুষকে আটকে রাখা দুটি ইউনিয়নের স্বার্থে করা যাচ্ছেনা,” বলেন তিনি। তিনি আবারও বলেন, আজকের মধ্যে সমস্যা সমাধান করা না হলে আইন প্রয়োগ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!