কলেজ ছাত্রীদের আপত্তিকর ম্যাসেজ পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে অধ্যক্ষ সামসুল হকের পাঠানো কথিত আপত্তিকর ম্যাসেজের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটে দেখা যায়, তিনি ছাত্রীদের ওড়না ছাড়া ছবি চাওয়া এবং নানা অনুপযুক্ত মন্তব্য করেছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সামসুল হক প্রায়ই নারী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দিতেন। প্রস্তাবে সাড়া না দিলে রোভার ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে দিতেন না এবং টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। শুধু নওগাঁ সরকারি কলেজেই নয়, পূর্বে নওগাঁর বি এম সি মহিলা কলেজে অধ্যক্ষ থাকাকালেও তিনি শিক্ষার্থীদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত হয়ে আপত্তিকর মন্তব্য করতেন এবং ওড়না ছাড়া ছবি চাইতেন।
শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষকের মানসিকতা কতটা নোংরা হলে তিনি তার নিজের ছাত্রীদের এ ধরনের অশ্লীল প্রস্তাব দিতে পারেন? আমরা অবিলম্বে অধ্যক্ষ সামসুল হককে বহিষ্কার করার দাবি জানাই।”
ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, তিনি এক ছাত্রীকে লিখেছেন, “আরও সুন্দরী ছবি আছে তোমার?”—জবাবে ছাত্রী লিখেছেন, “নেই স্যার, আমি সুন্দর না।” তখন অধ্যক্ষ লেখেন, “আছে আছে, ওড়না ছাড়া।” আরেকটিতে দেখা যায়, তিনি লিখেছেন, “নতুন বউ সাজে দেখা করলে না?”
এ ছাড়া বিভিন্ন সময়ে ছাত্রীদের সৌন্দর্যের প্রশংসা ও ব্যক্তিগত দেখা করার প্রস্তাব দিতে দেখা গেছে তাকে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সামসুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে