AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার এক বার্তায় ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে আরও এগিয়ে যাবে।”

সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ড. ইউনূস বলেন, নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বার্তায় তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সাফল্য এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!