কোটচাঁদপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল আড়াই মাস পর কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় হৃদয় হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী মোটরসাইকেল মালিক লিটন হোসেন জানান, গেল ২৭ জুন দুপুরে কলেজ বাসস্ট্যান্ডের কলেজ সড়কের ভুসিমালের দোকানের সামনে তার হিরো হোন্ডা-১০০ সিসি মোটরসাইকেল রেখে ছিলেন। হঠাৎ দেখেন চোর মোটরসাইকেল নিয়ে পালাচ্ছে। স্থানীয়দের সঙ্গে ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি। ওইদিনই তিনি কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মঙ্গলপোতা বাজার থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় হোসেন কালীগঞ্জ উপজেলার পারখিদদা গ্রামের সামাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে কালীগঞ্জ থানায় একটি চুরি ও একটি ডাকাতির মামলা রয়েছে।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকেই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছিল। শনিবার তা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে