AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০২:২৬ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন

গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারে দুমকি প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটা সমুদ্রতীরের বনানী প্যালেস হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

‎প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. আনোয়ার হোসেন সভাপতিত্বে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. আবুল হোসেন সভাপতি এবং দৈনিক দিনকালের দুমকি প্রতিনিধি মো. সাইদুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

‎নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি কাজী বেলাল হোসেন দুলাল (দৈনিক জনকণ্ঠ), মো. এবাদুল হক (দৈনিক সমকাল), আব্দুল মজিদ খান (দৈনিক আজকের সংবাদ)। যুগ্ম সম্পাদক মো. সহিদুল ইসলাম সহিদ সরদার (দৈনিক যুগান্তর), মো. নাঈম হোসেন (দৈনিক যুগান্তর, দক্ষিণাঞ্চল)। অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ)। দপ্তর সম্পাদক মো. রিয়াজুল ইসলাম (দৈনিক মুক্ত খবর)। প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান (দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক জনবানী)। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আল ফাহাদ (প্রতিদিনের বাংলাদেশ)।আইসিটি সম্পাদক: শংকর চন্দ্র মিত্র (দৈনিক আজকের পত্রিকা)।

সদস্য সৈয়দ ফজলুল হক (দৈনিক সাথী)।মো. আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন) ও স্বপন কুমার দাস (দৈনিক কালের কণ্ঠ)।

‎গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সত্য প্রকাশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্বের এই কমিটি দুমকি প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!