AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৮ এএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের প্রয়াণে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নজরুলগীতি ও দেশাত্মবোধক গান পরিবেশন করলেও ফরিদা পারভীন সর্বাধিক পরিচিত ছিলেন ‘লালনকন্যা’ হিসেবে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান বাঙালির হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। তার গানে আমাদের সংস্কৃতির দার্শনিক দিক ও জীবনবোধ নতুনভাবে প্রতিফলিত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূলতার মধ্যেও ফরিদা পারভীন সংগীত থেকে কখনো দূরে সরে যাননি। সংগীতের প্রতি তার অকৃত্রিম নিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে অমলিন হয়ে থাকবে।

অধ্যাপক ইউনূস মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!