মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্কনীতি বাতিলের আহ্বান জানিয়ে একটি রেজোল্যুশন পাস হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিনেটে রেজোল্যুশনটি ভোটের জন্য তোলা হয়। ১০০ সদস্যের সিনেটে ৫১ জন এর পক্ষে ভোট দেন, ৪৭ জন ভোট দেন বিপক্ষে, আর দুইজন ভোটদানে বিরত থাকেন।
রেজোল্যুশনের পক্ষে ভোট দেওয়া সিনেট সদস্যদের মধ্যে চারজন ছিলেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির। তারা হলেন— কেন্টাকির সিনেটর র্যান্ড পল ও মিচ ম্যাককনেল, আলাস্কার লিসা মুরকৌস্কি এবং মেইনের সুসান কলিন্স।
এর আগে ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের একশটিরও বেশি দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এই পদক্ষেপকে তিনি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক’ বলে বর্ণনা করেছিলেন। তবে শুরু থেকেই তার এই নীতি নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করে আসছিল। ঘোষণার দুই সপ্তাহের মাথায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা হয়।
মামলায় অভিযোগ আনা হয় যে, ট্রাম্প প্রশাসন “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট ১৯৭৭” (IEEPA) আইনের অপব্যবহার করেছে। ওই আইনে কংগ্রেসকেই শুল্ক হার নির্ধারণের ক্ষমতা দেওয়া হলেও, প্রেসিডেন্ট কেবল জরুরি পরিস্থিতিতে শুল্ক আরোপ করতে পারেন।
মামলার পর আন্তর্জাতিক বাণিজ্য আদালত গত ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দেয়। কিন্তু পরদিনই যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সেই আদেশ স্থগিত করে সাময়িকভাবে ট্রাম্পের নীতিটি বহাল রাখার নির্দেশ দেয়।
সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়ার সিনেটর ও ডেমোক্রেটিক নেতা টিম কাইন বলেন, “আজকের ভোট প্রমাণ করেছে, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে তার নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যেও অস্বস্তি আছে। আমরা আশা করি, প্রেসিডেন্ট এখন এই নীতি পুনর্বিবেচনা করবেন।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে তার দলের সদস্যদের ভোট দেওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বিরল ঘটনা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার যে রিপাবলিকান সিনেটররা ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিপক্ষে অবস্থান নিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

