গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, ড্যাব কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডা. কে. এম. বাবর-এর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ডা. বাবরের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরিদপুর বিভাগীয় বিএনপির পক্ষ থেকে এক শোকবার্তায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “ডা. কে. এম. বাবরের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। মা—এই সুমহান সম্পর্কের কোনো বিকল্প নেই। একজন আদর্শ সন্তানের জীবনে মায়ের প্রয়াণ এক অপূরণীয় ও গভীর শূন্যতা সৃষ্টি করে। আমি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ আসন দান করার জন্য দোয়া করছি।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে শোকসন্তপ্ত ডা. কে. এম. বাবর ও তাঁর পরিবারের প্রতি ফরিদপুর বিভাগীয় বিএনপির পক্ষ থেকে রইল গভীরতম সমবেদনা। আল্লাহ যেন তাঁদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও মানসিক শক্তি দান করেন।”
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
