গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সম্পা মজুমদারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে সম্পা মজুমদার রান্নার কাজে ব্যবহারের জন্য জ্বালানি কাঠ আনতে যান। এ সময় সেখানে থাকা এক বিষধর সাপের গায়ে আঘাত লাগলে সাপটি তাঁর ডান হাতে ছোবল দেয়। গৃহবধূ সম্পার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

-20240104084653.png) 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
