সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকায় সফরকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
পিটার হাস গত ৩০ আগস্ট এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন। এর অংশ হিসেবে বুধবার কক্সবাজার সফর শেষে রাতে ঢাকায় ফেরেন। তার কক্সবাজারে অবস্থান ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, পিটার হাস গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব শেষ করে বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। প্রতিষ্ঠানটি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। অবসর-পরবর্তী সময়েও বাংলাদেশের জ্বালানি ও বিনিয়োগ খাতে কাজের অভিজ্ঞতার কারণে তার নিয়মিত যাতায়াত রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও তিনি ঢাকায় এসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে বৈঠকে যোগ দিয়েছিলেন। তখন তিনি জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।
সবশেষ পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা দেখা দিয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে