অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এ সময় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট কমান্ড কাঠামো গড়ে তোলা এবং আগামী নির্বাচন পর্যন্ত সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমি জাতির কাছে অঙ্গীকার করেছি— এমন একটি নির্বাচন আয়োজন করব, যা হবে ব্যতিক্রমধর্মী। এতে থাকবে উচ্চমাত্রার ভোটার উপস্থিতি, তরুণ ও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনের মতো নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি, এই নির্বাচন হবে গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসবমুখর উদাহরণ।”
জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে