বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও গণসংযোগ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার শিবপুর হাটে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগের মাধ্যমে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় ধলাট, ছান্দাবাড়ী ও ছত্রগাছা এলাকায় গণসংযোগ শেষে চক ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, “দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো ধরনের মিষ্টি বিতরণ বা আনন্দ মিছিল না করেন।”
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, তিতিক্ষা ও নির্যাতন সহ্য করার কথা স্মরণ করিয়ে দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচি আগামী নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে কাজ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, জেলা যুবদলের সদস্য রানা মণ্ডল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক ধলু, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব মাসুদ রানা, শিবপুর হাট ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোবহান মণ্ডল, সাধারণ সম্পাদক শাহ্ আলম, চক ধাদাশ ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজা, সাবেক সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

