AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৮ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন করা সম্ভব নয়। সময়, অর্থ এবং বৃহৎ আয়োজনের দিক বিবেচনা করে এটি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া গণভোটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিএনপি কখনো মেনে নেবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোতে গণভোট হবে, কিন্তু জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত বা নোট অব ডিসেন্টকে কোনোভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশনের প্রস্তাব একপক্ষীয় এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারের কমিশনকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে পুরোপুরি মানা হয়নি।”

সংবিধান সংস্কারের প্রসঙ্গে ফখরুল বলেন, “প্রথম অধিবেশন শুরু থেকে ২৭০ পঞ্জিকা দিনের মধ্যে সংস্কার শেষ না হলে গণভোটে অনুমোদিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। সংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পরে কোনো বিল আইন হিসেবে কার্যকর হয়। স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!