AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে, জাতির ওপর চাপানো হয়েছে’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৪ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

‘জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে, জাতির ওপর চাপানো হয়েছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। প্রয়োজনে জুলাই সনদের প্রস্তাবিত সুপারিশ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার মধ্যে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত সংস্করণে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি। নোট অব ডিসেন্ট প্রদানকারী দল বা জোট যদি জনগণের ম্যান্ডেট পান, তারা সেক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবে বলে বলা হয়েছিল। কমিশনের সকল অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে এবং জাতি তা প্রত্যক্ষ করেছে। কিন্তু চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরে হাতে আসার পর দেখা গেছে, সম্মত কিছু দফা অগোচরে সংশোধন করা হয়েছে।”

ফখরুল উদাহরণ দিয়ে বলেন, “মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙ্গানোর বিধান সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ সম্পর্কিত কমিশনের প্রস্তাবের বেশিরভাগ অংশ চূড়ান্ত সনদে অগোচরে পরিবর্তন করা হয়েছে, যদিও প্রায় সব রাজনৈতিক দল সম্মতি জানিয়েছিল।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!