অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, যা তার ভাষায় ‘ভূতের মুখে রাম নাম’।
বুধবার (২৭ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দেয়।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, “সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল, আজ আমরা আদালতে বলেছি— দেশ আবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরতে চায়। এতে আর কোনো মা তার সন্তান হারাবেন না, কোনো পরিবারকে রক্ত দিয়ে ভোটের অধিকার আদায় করতে হবে না।”
তিনি আরও বলেন, “আগের সরকার বলত, অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। অথচ আওয়ামী লীগ নিজেই অনির্বাচিত সরকার ছিল। আমরা সব সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনাও একই দাবি তুলছেন— এ যেন ভূতের মুখে রাম নাম।”
একুশে সংবাদ/ই.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

