বাগেরহাটের মোংলা পশুর নদীতে দ্রুতগামী বোটের স্রোতের তোড়ে জালিবোট উল্টে নিখোঁজ আমেরিকান প্রবাসী পাইলট রিয়ানাকে দুই দিন পর উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
আজ সোমবার সকালে মোংলা সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পাইলট পর্যটক রিয়ানার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোট যোগে যাত্রা শুরু করে। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগামী বোটের প্রবল ঢেউয়ের তোড়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ তারিখে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

