পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক খুচরা বিক্রেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই উপজেলা কৃষি অফিসের তদন্ত চলছিল, সেই সময়েও একই দোকান থেকে সরেজমিনে অতিরিক্ত দামে সার বিক্রি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দোকানটির মালিক হেমায়েত মোল্লা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছেন। শনিবার ও রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি স্থানীয় কৃষকদের পাশাপাশি পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলায়ও চড়া দামে সার বিক্রি করেছেন।
কৃষকরা অভিযোগ করেছেন, ইউরিয়া ৩০ টাকা, ডিএপি ৩০–৩৫ টাকা এবং এমওপি ২৫ টাকা কেজি দরে সার কিনেছেন—যা সরকারি দামের তুলনায় বেশি। একাধিক কৃষক জানিয়েছেন, ৫০ কেজির ডিএপি সার কিনতে ১,৬০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে।
অভিযোগ অস্বীকার করে হেমায়েত মোল্লা বলেন, “আমি সরকারি নির্ধারিত মূল্যেই সার বিক্রি করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “তার বিরুদ্ধে পূর্বেও অভিযোগ উঠেছিল। এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার বিক্রি করা নিয়মবিরুদ্ধ। তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

